Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় সপ্তস্বর শিল্পগোষ্ঠীর আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

বগুড়ায় সপ্তস্বর শিল্পগোষ্ঠীর আলোচনা সভা ও সংগীতানুষ্ঠান

শেরপুর ডেস্কঃ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের সাতমাথা মুজিব মঞ্চে সপ্তস্বর শিল্পীগোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও বিজয়ের গান পরিবেশন করা হয়।

সপ্তস্বর শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক আসাদ হোসেনের আমন্ত্রণে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বগুড়া জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সাবেক পিপি এডভোকেট মনতেজার রহমান মন্টু। বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুণ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়া সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সহ সভাপতি এবিএম জিয়াউল হক বাবলা, লেখক ও গবেষক সহকারী অধ্যাপক এমএ জাহিদ।

সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার নির্বাহী সদস্য রবিউল করিম হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা শেষে সপ্তস্বর শিল্পগোষ্ঠীর শিল্পীরা মহান বিজয়ের গান পরিবেশন করেন।

Check Also

বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর ডেস্কঃ বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় অবস্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us