সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ‘বিনিময়’ প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন জয়

‘বিনিময়’ প্ল্যাটফর্মের উদ্বোধন করলেন জয়

শেরপুর ডেস্কঃ দেশে ব্যাংক, এমএফএস ও পিএসপির মধ্যে আন্তঃলেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরি করে দিতে বাংলাদেশ ব্যাংকের ‘বিনিময়’ নামে নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর ছেলে এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এর মধ্য দিয়ে থেকে নতুন এই সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। রবিবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি অভিজাত হোটেলে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

প্রাথমিকভাবে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন শুরু হচ্ছে। এর মধ্যে আটটি ব্যাংক এবং তিনটি এমএফএস প্রতিষ্ঠান। ব্যাংকের মধ্যে রয়েছে সোনালী, ব্র্যাক, ইউসিবি, ইস্টার্ন, মিউচুয়াল ট্রাস্ট, পূবালী, আল-আরাফাহ ইসলামী ও মিডল্যান্ড ব্যাংক। তিন এমএফএস প্রতিষ্ঠান হলো, বিকাশ, ডাচ্-বাংলা ব্যাংকের রকেট ও ইসলামী ব্যাংকের এম ক্যাশ। এর বাইরে টালি পে নামের একটি পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) যুক্ত হবে।

Check Also

হজের খরচ কমলো ১১ হাজার ৭২৫ টাকা, নিবন্ধন ২৭ মার্চ পর্যন্ত

শেরপুর ডেস্কঃ চলতি বছর সরকারি ও বেসরকারিভাবে হজ পালনে খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমেছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =

Contact Us