Home / দেশের খবর / আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

আরও শক্তিশালী হতে পারে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

শেরপুর ডেস্কঃ মাঝারি আকারের ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও শক্তিশালী হয়ে আঘাত হানতে পারে। ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রয়েছে ১০০ থেকে ১১০ কিলোমিটার। উপকূলে ৫ থেকে ৮ ফুট জলোচ্ছ্বাস হতে পারে।

ঘণ্টায় ৬ কি.মি. বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি। খেপুপাড়া থেকে দুরত্ব ৪৫০ কি.মি.। আবহাওয়াবিদরা বলছেন, আগামী ৪৮ ঘণ্টা দেশের বেশিরভাগ এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভোরে বরিশাল উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে। ক্ষয়ক্ষতির আশঙ্কায় ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী এবং পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙ্গরে থাকা সব জাহাজকে গভীর সমুদ্রে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Check Also

স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী

শেরপুর ডেস্কঃ নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার-২০২৩ প্রদান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =

Contact Us