শেরপুর ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন বলেছেন, শেখ হাসিনা আমাদের অনুভুতি, শক্তি সাহসের নাম। শেখ হাসিনা সর্ম্পকে অশ্লীল বক্তব্য, কটু কথা বললে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘরে বসে থাকবে না। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, সমাবেশ করছেন, বক্তৃতা দিচ্ছেন আপত্তি নাই। কিন্তু সীমা লংঘন করবেন না। আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করবেন না।
সোমবার (২৪ অক্টোবর) বেলা ১২টার দিকে ধুনট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টিআইএম নুরুন্নবী তারেক। সঞ্চালনা করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।
এসময় বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ম. আব্দুর রাজ্জাকসহ আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।