শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রী মো. সিজান হোসেন (৪) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত শিশুটির মা ও অটোরিকসা চালক। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর দুগ্ধ ও পশু উন্নয়ন খামারের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সিজান জেলার ধুনট উপজেলার শিবপুর গ্রামের রেজাউল করিম। দুর্ঘটনায় আহত শিশুটির মা পারভীন আক্তার (৩০) ও অটো চালক ওমর ফারুক (৪০)।
হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকটি ফেলে রেখে চালক ও তার সহকারি (হেলপার) পালিয়ে যাওয়ায় তাদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।