ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে উষসী সাহিত্য সংসদের ১৬১তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিকালে শেরপুর শহরের নয়াপাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।
এর সভাপতিত্ব করেন উষসী সাহিত্য সংসদের সভাপতি মন্ডলীর সদস্য প্রভাষক নাহিদ আল মালেক।
সংগঠনের আহ্বায়ক শাহ আলমের সঞ্চালনায় স্বরচিত লেখা পাঠ করেন কথাসাহিত্যিক সাহাব উদ্দিন হিজল, লতিফ আদনান, কবি মো. আব্দুস সামাদ, মুজাহিদুল ইসলাম, নাহিদ আল মালেক, সুশীল চন্দ্র পাল, জীবন সাহা, শাহআলম, বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ,আবু সাঈদ, কৌশল ভট্টাচার্য বিজয়, তারিকুল ইসলাম প্রমুখ। পাঠপর্ব শেষে সমালোচনায় অংশ নেন লতিফ আদনান, জীবন সাহা ও সাহাবউদ্দিন হিজল।