শেরপুর ডেস্কঃ দৈনিক আমাদের সময় ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সাংবাদিক আশরাফ আলীর বড় ভাই মো.আব্দুর রাজ্জাক শেখ (৫৫) মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে.রাজেউন)।
মরহুম আব্দুর রাজ্জাক সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পুর্বতেলিজানা গ্রামের মরহুম হাবিবর রহমানের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৬ভাই, ৫ বোনসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।
সাংবাদিক আশরাফ আলীর বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক। তিনি এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।