Home / দেশের খবর / মস্তিষ্ক ও হার্টের সমস্যায় মাসা আমিনির মৃত্যু

মস্তিষ্ক ও হার্টের সমস্যায় মাসা আমিনির মৃত্যু

শেরপুর ডেস্কঃ হিজাব পরার বাধ্যতামূলক আইন ভঙ্গ করায় ইরানের নৈতিকতা পুলিশের হাতে আটক ও পরে হাসপাতালে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু নিয়ে ফরেনসিক রিপোর্ট প্রকাশ হয়েছে। এতে বলা হয়, তার মৃত্যু পুলিশের মারধরে নয়, বরং অসুস্থতার কারণে হয়েছে। যদিও ২২ বছর বয়সী ইরানি কুর্দি মাহসার পরিবার বলছে, নীতি পুলিশের মারধরের ফলেই সে মারা গেছে। খবর বিবিসির।

শুক্রবার (৮ অক্টোবর) ইরানের ফরেনসিক মেডিসিন অর্গানাইজেশন (এফএমও) এক বিবৃতিতে বলেছে, পরীক্ষায় দেখা গেছে, আঘাতের কারণে নয়, বরং মাহসা আমিনি সেরিব্রাল হাইপোক্সিয়ার কারণে একাধিক অঙ্গের অকার্যতায় মারা গেছেন। তার মস্তিষ্ক ও হার্টে সমস্যা হয়েছিল। যদিও, তার পরিবার এর আগে জানায়, সে পুরোপুরি সুস্থ ছিল।

গত ১৩ সেপ্টেম্বর মাসাকে রাজধানী তেহরানে আটক করা হয়। এরপর তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছিল বলে এরই মধ্যে অস্বীকার করেছে পুলিশ। তবে তারা বলেছে, হার্ট অ্যাটাক হয়েছিল মাহসার। মানবাধিকার সংগঠনগুলো বলছে, ১৭ সেপ্টেম্বর থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে ১৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ গ্রেপ্তার হয়েছে।

Check Also

সহিংস ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত গত ১২ মাসে অধিকাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 12 =

Contact Us