শেরপুর ডেস্কঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৎ মানুষের প্রতিক বর্ষীয়ান জননেতা ডাঃ মকবুল হোসেন কে আনারস প্রতীকে ভোট দিয়ে বগুড়ার উন্নয়নে সবাই অংশ নিন।
শেরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার ( ৬ অক্টোবর) বিকালে শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে বগুড়ার উন্নয়নে জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মকবুল হোসেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মাওঃ আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান জিন্নাহ, আবুল কালাম আজাদ, জাকির হোসেন খান, আলহাজ্ব জাহিদুল ইসলাম,পিয়ার হোসেন পিয়ার, মোঃ আব্দুল মমিন, মাওঃ তবিবুর রহমান, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন ইউপি সদস্য চাঁন বাদশা, মোজাম্মেল হক মোজাম,আবু সাঈদ প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ নেতা আল রাজি জুয়েল, মাশরাফি হিরো, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, আলহাজ্ব মোহাম্মদ আলী মুন্টু,এ্যাডঃ ইলিয়াস উদ্দিন মিন্টু, আলহাজ্ব মোকাররিম হোসেন রবি, আলহাজ্ব স ম হাফিজুল ইসলামসহ শেরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগন উপস্থিত ছিলেন।