Home / বগুড়ার খবর / জেলার খবর / জন্মনিবন্ধনে জেলার শ্রেষ্ঠ মেয়রের পুরস্কার পেলেন শেরপুরের খোকা

জন্মনিবন্ধনে জেলার শ্রেষ্ঠ মেয়রের পুরস্কার পেলেন শেরপুরের খোকা

শেরপুর ডেস্কঃ জন্ম নিবন্ধনে বগুড়া জেলার শ্রেষ্ঠ মেয়র নির্বাচিত হয়েছেন শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা। শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় তাকে ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে স্থানীয় সরকারের উপ-পরিচালক মামুনুর রশিদের সভাপতিত্বে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন ও স্বারক প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক জিয়াউল হক মেয়র জানে আলম খোকার হাতে স্বারক ও সনদ প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার (সদ্য পদোন্নতি প্রাপ্ত) আলী হায়দার চৌধুরী, বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, বগুড়া সিভিল সার্জন ডা. মোহাম্মাদ শফিউল আজম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতারসহসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।

Check Also

বগুড়ায় একে অপরের ছুরিকাঘাতে আহত দুই ভায়রা

শেরপুর ডেস্কঃ বগুড়ায় দুই ভায়রা একে অপরের ছুরিকাঘাতে আহত হয়েছে। সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − four =

Contact Us