শেরপুর ডেস্কঃ বগুড়া জেলার শেরপুরের বিশ্বায় শশ্মানের কালী মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ উঠেছে।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিশ্বা শশ্মানে স্থানীয়রা বিষয়টি দেখতে পান।
বিশ্বা শশ্মান কালী মন্দির কমিটির সভাপতি চন্ডিচরন জানান, বিশ্বা শশ্মানের কালী মন্দিরে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। ৬/৭ বছর পুর্বেও একবার এরকম ভাংচুরের ঘটনা ঘটেছিল।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ শেরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সংগ্রাম কুন্ডু জানান, দুপুরের দিকে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা ভাংচুরের ঘটনা আমাকে জানিয়েছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ময়নুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।