Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পেটালেন সরকারি কর্মচারী

শেরপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে পেটালেন সরকারি কর্মচারী

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে স্ত্রীর পরকীয়া প্রেমিককে বেড়ধক পিটিয়েছেন রাসেল মাহমুদ (৪৫) নামের এক সরকারি কর্মচারী।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে শেরপুর শহরের ৬নং ওয়ার্ডের শ্রীরামপুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত আহসান হাবিব আলো (৩৫) নামের ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানান, আলো তার পরকীয়া প্রেমিকা (৩০) কে তার বাসা থেকে বের করে নিয়ে বাইরে যাচ্ছিলেন। এসময় ওই নারীর স্বামী শেরপুর আয়কর বিভাগের কর্মচারী রাসেল মাহমুদ ও তার ছেলে টের পান পরে ঘটনাস্থলে গিয়ে গাছের ডাল দিয়ে আলোকে বেধড়ক মারপিট করে।

এর এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে আয়কর অফিসের কর্মচারী রাসেল মাহমুদ জানান, আলো পিস্তল নিয়ে বাসায় হামলা করেছিল। এলাকাবাসী তাকে প্রতিহত করেছেন।

শেরপুর টাউন ফাঁিড়র ইনচার্জ এসআই সাম্মাক হোসেন জানান, ইতিপুর্বেও ওই নারী আলোর সঙ্গে চলে গিয়েছিল বলে শুনেছি। আজ আবার বাসার পাশে আসলে তাকে মারপিট করা হয়েছে। সে বর্তমানে বগুড়ায় চিকিৎসাধীন আছে।

Check Also

শেরপুর পৌর আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়ার শেরপুর পৌর কমিটির পরিচিতি সভা রবিবার (৫ মার্চ) বিকালে শেরপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 15 =

Contact Us