Home / বিনোদন / সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া

সুপ্রিম কোর্টের আইনজীবী হলেন পিয়া

শেরপুর ডেস্কঃ বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মডেল, উপস্থাপক ও অভিনেত্রী পিয়া জান্নাতুল।

শনিবার (১৩ আগস্ট) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে খবরটি নিশ্চিত করেছেন পিয়া।

পোস্টটিতে লেখা হয়েছে, ‘আমি অত্যন্ত গর্বিত, আমি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হয়েছি। আমার আইন পেশায় এই উপাধিটি যুক্ত করতে আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি অত্যন্ত সন্তুষ্ট আমার জীবন, চারপাশের মানুষ এবং আমার পোষা প্রাণী নিয়ে’।

র‌্যাম্পে মডেলিংয়ের মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয়ের আগে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। রেদোয়ান রনির ‘চোরাবালি’ ছবির মাধ্যমে তার রুপালি পর্দায় অভিষেক হয়। তার শেষ ছবি ছিল ‘ছিটমহল’, যেটি মুক্তি পায় চলতি বছরের জানুয়ারিতে। এইচ আর হাবিব পরিচালিত, ছবিটি ১৯৪৭ সালে ভারত বিভাগের সময় ছিটমহলবাসীদের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত।

Check Also

যা বললেন শাকিব খান

শেরপুর ডেস্কঃ রহমত উল্লাহ নামের কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে ঊর্ধ্বতন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =

Contact Us