Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে পর্ণোগ্রাফি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ২

শিবগঞ্জে পর্ণোগ্রাফি ব্যবসার অভিযোগে গ্রেপ্তার ২

শেরপুর ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় পর্ণোগ্রাফি ব্যবসার অভিযোগ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

শনিবার (৩০ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার মোকামতলায় র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার দেউলি দক্ষিণপাড়ার মোফাজ্জল হোসেন বাদশার ছেলে মো.সাহাদত হোসেন লিটন (৩০) এবং বুজরুক মাঝিড়া গ্রামের মৃত আবুল হোসেন প্রামাণিকের ছেলে মাসুদ রানা (৩৮)।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার স্ক্রোয়াড্রন লীডার মো. তৌহিদুল মবিন খান জানান, তারা নিজেদের কম্পিউটারে যৌন উত্তেজনা সৃষ্টিকারী ভিডিও চিত্র (পর্ণোগ্রাফি) সংরক্ষণ করে গ্রাহকদের নিকট সরবরাহ করে অর্থ উপার্জন করে আসছিল।

অভিযানকালে তাদের কাছে ৬টি হার্ডডিস্ক, ২টি মনিটর, ২টি সিপিইউ,২টি মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় সোর্পদ করা হয়েছে বলে তিনি জানান।

Check Also

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে বুধবার সকালে ৩ হাজার ৩শত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =

Contact Us