সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / শেরপুরে সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় মডেল প্রেসক্লাবের নিন্দা

শেরপুরে সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় মডেল প্রেসক্লাবের নিন্দা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ ঈদের দিন সন্ধ্যায় বগুড়ার শেরপুরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলুর বাসায় চিহ্নিত সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বুধবার (১৩ জুলাই) বিকালে এক বিবৃতিতে নেতৃবৃন্দে এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

বিবৃতিদাতারা হলেন- শেরপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মো.শাহাদৎ হোসেন, সহ সভাপতি শাহ আলম ফিরোজ, সাধারণ সম্পাদক নাহিদ আল মালেক, যুগ্ম সম্পাদক আবু রায়হান রানা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য ও সাংষ্কৃতিক সম্পাদক মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালিদ তরুন,নির্বাহী সদস্য সাকিল মাহমুদ শামীম ও আব্দুল ওয়াহাব।

বিবৃতিতে নেতৃবৃন্দ গত ১০ জুলাই রবিবার সন্ধ্যায় শহরের শান্তিনগরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুন্সী সাইফুল বারী ডাবলুর বাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। উল্লেখ্য, এ ঘটনায় গত সোমবার (১১জুলাই) শেরপুর থানায় ৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে।

Check Also

শেরপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ১৭১ গৃহহীন

শেরপুরনিউজ: বগুড়ার শেরপুর উপজেলায় আরও ১৭১ গৃহহীন ও ভূমিহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + 10 =

Contact Us