Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের নিন্দা

শেরপুরে সাংবাদিকের বাসায় হামলার ঘটনায় পৌর আওয়ামী লীগের নিন্দা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক ও সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলুর বাসায় সশস্ত্র সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১২ জুলাই) বিকালে এক বিবৃতিতে এই নিন্দা জানান শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সারোয়ার রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক মো. গোলাম হোসেন।

বিবৃতিতে তারা বলেন, ঈদের দিন সন্ধ্যায় শান্তিনগরে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকা অফিসের সামনে এবং সম্পাদকের বাসায় প্রকাশ্যে অস্ত্র উচিয়ে সন্ত্রাসীরা যে হামলা চালিয়ে তা অত্যন্ত ন্যাক্করজনক ঘটনা। তারা অবিলম্বে এর সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।

Check Also

শেরপুরে ফেসবুক লাইফে যুবকের আত্মহত্যা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ ফেসবুক লাইফ চালু করে গলায় ফাঁস দিয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেছে বিবাহিত এক যুবক। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =

Contact Us