Home / স্থানীয় খবর / শাহবন্দেগী / শেরপুরে ২ কলেজ ছাত্র নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

শেরপুরে ২ কলেজ ছাত্র নিখোঁজ, ১ জনের লাশ উদ্ধার

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে নিখোঁজ দুই কলেজ ছাত্রের মাঝে সাম্মাম (১৮) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার হয়েছে।

শনিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে তার লাশ ধড়মোকাম নামপাড়া এলাকায় করতোয়া নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।

নিহত কলেজ ছাত্র সাম্মাম শেরপুর শহরের বারদুয়ারীপাড়ার শিক্ষক দম্পতি মোজাফফর রহমান ও মুর্শিদা খাতুনের একমাত্র ছেলে। সে শেরউড ইন্টারন্যাশন্যাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলো।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল থেকেই সাম্মাম ও তার আরেক বন্ধু সাব্বির (১৮) নিখোঁজ ছিলো। এর মধ্যে সাম্মামের লাশ উদ্ধার হলেও আরেক জনের কোন খোঁজ মেলেনি।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, নিহতের পরিবারের সদস্যরা তার লাশ সনাক্ত করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ায় হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

Check Also

শেরপুরে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় ২নারী গ্রেফতার

শেরপুর ডেস্কঃ  বগুড়ার শেরপুরে ছাত্রীর সঙ্গে পরকীয়ার জেরে শিক্ষক মোনারুল ইসলামকে (৩৫)কে গাছের সঙ্গে বেঁধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 6 =

Contact Us