সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / দুপচাচিয়া / দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার ৩

শেরপুর ডেস্কঃ বগুড়ার দুপচাঁচিয়ায় ২৪৫ পিস ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে দুপচাঁচিয়া উপজেলার শাহারপুকুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোবিন্দপুর এলাকার গফুর প্রামানিকের ছেলে জাহেদ আলী(২৭), আলিমুদ্দিনের ছেলে রাসেল(২৬) এবং হারেজ মিয়ার ছেলে সোহেল মিয়া(৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪৫ পিস ট্যাপেন্টাডল, নগদ টাকা ও মোবাইলসহ জাহেদ, রাসেল ও সোহেলকে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Check Also

দুপচাচিঁয়ায় ধানক্ষেতে মিলল কিশোরের মরদেহ

শেরপুর নিউজ ঃ বগুড়ার দুপচাচিঁয়ায় ধান ক্ষেত থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + sixteen =

Contact Us