Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে চলন্ত এসি বাসে আগুন

শিবগঞ্জে চলন্ত এসি বাসে আগুন

শেরপুর ডেস্ক: বগুড়া-রংপুর মহাসড়কে নাবিল পরিবহনের চলন্ত এসি বাসে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় এ ঘটনা ঘটে। এতে বাসটি আগুনে পুড়ে ভস্মীভূত হলেও ভেতরে থাকা ২০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পায়।

বাসটিতে থাকা এক যাত্রী জামিরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিহনের স্ক্যানিয়া এই বাসটি ঢাকার উদ্দেশ্য রওনা দেয়। মোকামতলায় পৌঁছানোর পরপরই বাসে থাকা একটি এসি বিষ্ফোরণ ঘটে। এতে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি।

তিনি আরও জানান, বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।
মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম জানান, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

Check Also

শিবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস পালিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =

Contact Us