Home / দেশের খবর / আবার বাড়ছে করোনা

আবার বাড়ছে করোনা

শেরপুর ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে এ সময় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে টানা আটদিন করোনা শনাক্তের সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। গত ৭ জুন, ৮ জুন ও ৯ জুন ৫৪, ৫৮ এবং ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় চার হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও বেড়ে এক দশমিক ৩৫ শতাংশ হয়েছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের করোনা শনাক্ত হলো ও তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১৪৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৬৫ জন।

Check Also

সহিংস ৫০ দেশের তালিকায় বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বে রাজনৈতিক সহিংসতা বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত গত ১২ মাসে অধিকাংশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =

Contact Us