শেরপুর ডেস্ক ঃ বগুড়া শহরের কলোনী এলাকায় ছুরিকাঘাতে আল জামিউল বনি (২২) নামে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী নিহত হয়েছে ।
শুক্রবার (৩ জুন) বিকেল সাড়ে ৬টার দিকে কলোনী বটতলা এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এই শিক্ষার্থী।
নিহত জামিউল শহরের মালতিনগরের আনিছুর রহমানের ছেলে এবং বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক লুৎফর রহমান।