শেরপুরনিউজ২৪ডটনেটঃ প্রশাসনের অভিযানে অশ্লীল নৃত্য বন্ধ হলেও বগুড়া শেরপুরে কেল্লাপোশী মেলায় সন্ধ্যারাত থেকেই চলছে জমজমাট জুয়ার আসর। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই এসব জুয়া চলছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়রা জানান, উপজেলার কুসুম্বী ইউনিয়নের কেল্লা পোশী মেলা এলাকায় সার্কাসের ভিতরে এবং একটি কারখানার পার্শ্বে ডাবু দিয়ে রাতভর চলছে জুয়ার আসর। অথচ এসব বন্ধে পুলিশ কিংবা প্রশাসনের কোন ভূমিকা দেখা যাচ্ছে না। তাদের ম্যানেজ করেই চলছে এসব কর্মকান্ড।
উল্লেখ্য, গত রবিবার থেকে শুরু হওয়া কেল্লাপোশী মেলায় যাদুখেলার নামে অশ্লীল নগ্ন নৃত্য শুরু হলে সোমবার দুই দফা অভিযান চালিয়ে তা বন্ধ করে স্থানীয় প্রশাসন। কিন্তু অনেকটা প্রকাশ্যেই জুয়ার আসর চললেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না।