শেরপুর ডেস্কঃ বগুড়ার কাহালু উপজেলার পল্লীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ঘটনায় ফারুক (২৫) নামে এক যুবককে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ফারুক উপজেলার কালাই ঘোনপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুত্র।
পুলিশ সুত্র জানায়, গত ২৯ মে ১৫ বছর এক কিশোরীকে তার সম্পর্কে মামা ফারুক উল্লেখিত গ্রামের মাঠের মধ্যে গভীর নলকুপের পাশে বিদেশী ঘাসের জমিতে নিয়ে যায়। সেখানে গিয়ে ফারুকের এক সহযোগীকে দেখে কিশোরী বলে মামা এখানে কেন আমাকে নিয়ে এলেন বলে চলে আসার চেষ্টা করে। এসময় তারা দুজন মিলে জোরপূর্বক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গেলে তারা পালিয়ে যায়। এঘটনায় সোমবার রাতে কিশোরীর মা বাদী হয়ে কাহালু থানায় মামলা করলে ওই রাতেই পুলিশ ফারুককে গ্রেফতার করে।
কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন জানান, আকাশকেও গ্রেফতারের চেষ্টা চলছে।