শেরপুরডেস্কঃ বগুড়ার শেরপুরে দুই বছর পর শুরু হওয়া কেল্লাপোশীর মেলায় বিভিন্ন খেলার নামে চলছে জমজমাট অশ্লীল নৃত্য ও জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ।
রবিবার (২৯ মে) থেকে শুরু হওয়া তিনদিনের এই মেলা চলবে আরো কয়েকদিন। মেলায় চলো বাংলাদেশ নামের একটি সার্কাস দি নিউ রজনী গন্ধা বিউটি যাদু পুতুলনাচসহ যাদুখেলার নামে ভিতরে চলছে অশ্লীল নৃত্য, মাদক ও জমজমাট দেহ ব্যবসা।
স্থানীয়রা জানান, মেলা উপলক্ষ্যে শেরপুর শহরের কলেজ রোড এলাকা ছাড়াও যশোর, খুলনা এলাকার অর্ধশতাধিক নৃত্যশিল্পী ও দেহব্যবসায়ীদের ভাড়া করে আনা হয়েছে। তাদের দিয়ে দিনে রাতে চলছে অশ্লীল নৃত্যের শো। এছাড়া অবাধে মাদক সেবন এবং ডাবু দিয়ে জুয়া চলছে বলে এলাকাবাসীর অভিযোগ।
মেলায় পুলিশের উপস্থিতি থাকলেও এসব বিষয়ে তারা কথা বলতে রাজি হননি।