শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের গাড়ীদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সমান ভোট পাওয়া দুই সদস্য (মেম্বার) প্রার্থীর মধ্যে ভোট আগামী ৭ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চারটি ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শেরপুর উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচনে সমান ভোট পাওয়ায় শাহীন আলম খাজা (তালা) ও এবং আলহাজ্ব আব্দুল মান্নান (ভ্যানগাড়ী) প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছেন।
গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে এই দুই প্রার্থীই ১ হাজার ১২৪ ভোট পান। পরবর্তীতে এই দুই প্রার্থীর মধ্যেই নির্বাচনের কথা জানায় নির্বাচন কমিশন।