শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় করোনা ভ্যাকসিন (টিকা) নিতে প্রায় ৫৫ হাজার নারী-পুরুষ অনলাইনে নিবন্ধন করছেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকালে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. আবু হাসান এসব তথ্য জানান।
তিনি জানান, এ বছরের ৭ ফেব্রুয়ারি থেকে শেরপুর উপজেলায় অনলাইনে নিবন্ধনের মাধ্যমে টিকা দেয়া শুরু হয়। এর মধ্যে ৬ আগষ্ট ও ১১ সেপ্টেম্বর করোনা ভ্যাকসিনের গণটিকা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হয়।
তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৫৫ হাজার নারী-পুরুষ অনলাইনে টিকার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৩ হাজার ব্যক্তিকে দুই ডোজ করোনা ভ্যাকসিন দেয়া হয়েছে। এছাড়া এক ডোজ টিকা নিয়েছে প্রায় ৩৩ হাজার ব্যক্তি।