Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

বগুড়ায় করোনা ও উপসর্গে ৬ জনের মৃত্যু

শেরপুর ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ জেলার দুই হাসপাতালে করোনা ও উপর্সগে ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় তিনজন এবং বাকি তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ৩৬০ নমুনায় আরও ৩৩জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৯ দশমিক ৩৬ শতাংশ। যা গতকাল ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪১জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তথ্যমতে, নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাবতলীর সিরাজুল ইসলাম(৬৫), কাহালুর সানোয়ারা(৫০) সদরের জাকির হোসেন(৫৫)। নতুন করে বগুড়ার তিনজন মারা যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭৭জনে দাঁড়িয়েছে।

প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোমবার মোট ৩৬০টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩জন একই কলেজের জিন এক্সপার্ট মেশিনে ৩জন এবং এন্টিজেন পরীক্ষায় ৬জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে একজন করোনায় শনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্ত ৩৩জনের মধ্যে সদরের ২৪, সোনাতলার ৩, শাজাহানপুরের ৩ এবং বাকি তিনজন গাবতলী, আদমদীঘি ও ধুনটের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৩১৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪৫জন এবং ৯৩জন চিকিৎসাধীন রয়েছেন।

Check Also

বগুড়ায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

শেরপুর ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন …

Leave a Reply

Your email address will not be published.

eight − 3 =

Contact Us