শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) রাত ২টার দিকে শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের বামিহাল গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজার জেলার ঈদগা থানার ধর্মের ছড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে মো. ওসমান গণি ওরফে মাসুদ (৪২), একই থানার পশ্চিম ভাদীতলা গ্রামের মো. এজার মিয়ার ছেলে ওমর ফারুক (২১) ও নাটোর জেলার সিংড়া উপজেলার কচুয়া গ্রামের দুলাল প্রামাণিকের ছেলে মো. মিন্টু প্রামানিক (৩০)।
শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস জানান, অভিযানকালে তাদের নিকট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।