শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ায় জাতীয় সঙ্গীত অবমাননা করে বগুড়ায় টিকটিক ভিডিও বানানোর অভিযোগে পাঁঁচ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৩ আগষ্ট) দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-বগুড়া সদরের মিশকাত হোসেন, নূর-ই-ইসলাম আলিফ, মেহেদী হাসান অন্তর, আলিফ আহমেদ সুজন, আরিফ আলী।
মঙ্গলবার (২৪ আগষ্ট) সকালে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে এআইজি (মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থাপিত শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে বিকৃত ও ব্যঙ্গ করে টিকটক ভিডিও তৈরি করে কিছু যুবক। ভিডিওটি বাংলাদেশ পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স উইং এর দৃষ্টিতে আসলে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজাকে পাঠিয়ে সংশ্লিষ্ট যুবকদেরকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়৷ বার্তা পেয়ে সদর থানা পুলিশ সোমবার দিবাগত রাতে পাঁচ যুবককে আটক করে৷
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা অনুযায়ী আটক যুবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।