শেরপুর ডেস্কঃ আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে কয়েকটি গ্রামে বিদ্রোহীদের হামলা অন্তত ৪০ নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম। দেশটির সেনাবাহিনী দুজন বিদ্রোহী নেতাকে গ্রেপ্তারের দুই সপ্তাহ পরে এ হামলার ঘটনা ঘটল।
প্রতিবেদনে বলা হয়, দেশটির কর্তৃপক্ষের বরাতে জানা যায়, কয়েকটি গ্রামে বন্দুকধারীরা যা নড়তে দেখেছে তাতেই গুলি চালিয়েছে।
দেশটির নাইজার এবং বুরকিনা ফাসো সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় আইএসআইএল এবং আল কায়েদা সমর্থিত যোদ্ধারা সক্রিয়।