শেরপুরনিউজ২৪ডটনেটঃ করোনা ভ্যাকসিনের গণটিকা শুরু প্রথম দিন শনিবার (৭ আগষ্ট) বগুড়ার শেরপুর উপজেলায় ১৩টি টিকা কেন্দ্রে টিকা পাবে ৬ হাজার ৬শ জন। অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধনকৃত প্রবীণ, প্রতিবন্ধী ও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্তদের এই টিকা দেয়া হবে।
শুক্রবার (৬ আগষ্ট) বেলা ১০টার দিকে এসব তথ্য জানান শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।
তিনি জানান, করোনার ভ্যাকসিন দেবার জন্য শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি টিকা দান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর প্রতিটি কেন্দ্রে তিনটি করে বুথ থাকবে। প্রতিটি বুথে ২শ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। আর পৌরসভার ৩টি কেন্দ্রে ২শ করে ৬শ মানুষকে টিকা দেয়া হবে। সবমিলিয়ে ৬ হাজার ৬শ মানুষকে করোনা ভ্যাকসিন দেয়া হবে।
এজন্য নিবন্ধনকৃত ব্যক্তিদের অগ্রাধিকার তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে তৈরী করা হচ্ছে। তাদের জাতীয় পরিচয়পত্র দেখে বিনামূল্যে এই ক্যাম্পেইনে টিকা দেয়া হবে বলে তিনি জানান।