শেরপুর ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর্ ৭২ তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার (৫ আগষ্ট) বাদ জোহর বাইতুর রহমান সেন্ট্রাল জামে মসজিদ বগুড়া জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানুল্লাহ, যুগ্মসাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও একেএম আসাদুর রহমান দুলু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, দপ্তর সম্পাদক আল-রাজী জুয়েল, যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি হিরো, উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান রাজা, উপ প্রচার সম্পাদক মাহফুজুল ইসলাম ভূঁইয়া রুমেল, সদস্য অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, অ্যাডভোকেট শফিকুল ইসলাম নাফরু, তৌহিদুল করিম কল্লোল, আলমগীর হোসেন স্বপন, পৌর লীগ নেতা অ্যাডোনিস তালুকদার বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজিদুর রহমান শাহিন, তাঁতী লীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাজন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
শেখ কামাল সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের সহকারি ইমাম মোঃ বেলায়েত হোসেন।