শেরপুরনিউজ২৪ডটনেটঃ কঠোর লকডাউনে মার্কেট ও শপিং মল বন্ধের সিন্ধান্তকে অমান্য করে বগুড়ার শেরপুরে অধিকাংশ মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানই খোলা রয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) দুপুর ১২টার দিকে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
এসময় দেখা যায়, বাসষ্ট্যান্ডের উত্তরপ্লাজা, শেরশাহনিউ মার্কেটসহ বেশ কয়েকটি মার্কেটের সামনের গেট কৌশলে বন্ধ রেখে ভিতরের সব দোকান খোলা রাখা হয়েছে। এসময় মার্কেট খোলা থাকায় ক্রেতারাও ভীড় করছেন।
গত ২৩ জুলাই থেকে শুরু হয়েছে কঠোর লকডাউন। এসময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য শপিংমল ও মার্কেট বন্ধ রাখা হয়েছে যা চলবে আগামী ১০ আগষ্ট পর্যন্ত। অথচ শেরপুরে দেখা যাচ্ছে যার উল্টো চিত্র। যার ফলে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা দেখা দিয়েছে।