শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় আরো ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
রবিবার (১ আগষ্ট) বিকালে এ তথ্য জানান শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মওদুদ আদনান।
তিনি জানান, রবিবার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জনের র্যাপিট অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। বাকি ২৭ জনের নমুনা শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, এ নিয়ে উপজেলায় ৮৯০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭০৭জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৮৩ জন।