Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে সাংবাদিকের বাড়ী দখলের চেষ্টা

শেরপুরে সাংবাদিকের বাড়ী দখলের চেষ্টা

শেরপুর ডেস্কঃ আদালতে মামলা চলমান থাকলেও বগুড়ার শেরপুরে জোরপূর্বক সাংবাদিক প্রবীর মোহন্তের বসতবাড়ী দখলের চেষ্টা করছে প্রতিপক্ষরা। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

গত সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর পৌর শহরের কলেজ রোড(সরদারপাড়া) এলাকায় ঘটনাটি ঘটেছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার পৌরশহরের কলেজরোড(সরদারপাড়া) এলাকার গৌর চন্দ্র মোহন্তের ছেলে সাংবাদিক প্রবীর মোহন্তের সাথে একই শহরের মৃত মাখন লাল দাসের ছেলে শ্যামল চন্দ্র দাস ও সুবল চন্দ্র দাসের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ পর্যায়ে শেরপুর মৌজার খতিয়ান ৩৪৯,৩৫০ দাগের সাড়ে ১৮ শতাংশ পৈত্বিক সম্পত্তির ওয়ারিশয়ানা শর্ত মানতে রাজী হয়নি প্রতিপক্ষরা। এর প্রেক্ষিতে সাংবাদিক প্রবীর মোহন্তের পিতা গৌর চন্দ্র মোহন্ত বিজ্ঞ আদালতে বন্টননামা মামলা দায়ের(যার নং ১৫৬/২০) করেন।

এদিকে মামলার আদেশ বা রায় না হতেই গত সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষরা জোরপূর্বক সাংবাদিক প্রবীর মোহন্তের বাড়ীর অংশ দখলের চেষ্টা করে। বাড়ী দখল করতে প্রতিপক্ষ সুবল দাসের ছেলে শোভন চন্দ্র দাসের নেতৃত্বে অজ্ঞাতনামা ৪/৫জনের বাহিনী লাঠিশোটা হাতে নিয়ে বাড়ীর সম্পত্তি দখলের জন্য ওইস্থানে সিমেন্টের খুটি, বালি ল্যাট্টিনের রিং স্লাব ইত্যাদি সামগ্রী ফেলায়। এসময় প্রতিপক্ষরা ভূক্তভোগী সাংবাদিক পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকীও দেয় বলে ভূক্তভোগী সাংবাদিক প্রবীর মোহন্ত জানিয়েছেন।

এ প্রসঙ্গে শেরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, এঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Check Also

শেরপুর পৌর আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়ার শেরপুর পৌর কমিটির পরিচিতি সভা রবিবার (৫ মার্চ) বিকালে শেরপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =

Contact Us