শেরপুরনিউজ২৪ডটনেটঃ কঠোর লকডাউনের বিধি নিষেধ উপেক্ষা করে বগুড়ার শেরপুর উপজেলায় আয়োজন করা হয়েছে ৫ হাজার লোকের খাবার অনুষ্ঠান (তামদারী)।
বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বনমরিচা মধ্যপাড়া গ্রামে মরহুম গেন্দা মন্ডলের তামদারী অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয়। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
স্থানীয়রা জানান, দুইটি গরু জবাই করে ১০ মণ মাংস দিয়ে প্রায় ৫ হাজার লোকের জন্য এই আয়োজন করা হয়েছে। তবে করোনা সংক্রমণের ভয়ে কেউ কেউ সেই অনুষ্ঠানে যান নি বলে জানান।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম জানান, লকডাউনের মাঝে পুরো জেলায়ই সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। আগে থেকে না জানলে এ ধরনের অনুষ্ঠান বন্ধ করা কঠিন। তাই তিনি মানুষকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে এ ধরনের অনুষ্ঠান পরিহারের আহ্বান জানান।