শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আরো ১৯ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১১ জন পুরুষ ও ৮ জন নারী রয়েছেন।
সোমবার (২৬ জুলাই) বিকাল ৬টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান এসব তথ্য জানান।
তিনি জানান, সোমবার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ জনের র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। বাকি ৪০ জনের নমুনা বগুড়ায় পাঠানো হয়েছে। এছাড়া আগের রাতে আরো ১২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
তিনি আরো জানান, নতুন আক্রান্তদের বাড়ি টাউনকলোনী, জগন্নাথপাড়া ও হাসপাতাল রোড এলাকায়। এ নিয়ে উপজেলা মোট আক্রান্ত হলেন ৮০৭ জন এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৫৫ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১৫২ জন।