শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোতা (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার (২৬ জুলাই) বাদ জোহর তাকে শেরপুর উপজেলার দাড়কীপাড়া ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে কবরস্থানে দাফন করা হয়।
এ সময় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, পৌর মেয়র জানে আলম খোকা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার ভোর ৫টার দিকে তিনি নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ছালাল গ্রামের মৃত হরমুজ আলী চাকলাদারের ছেলে।