Home / বিদেশের খবর / তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত

তিউনিসিয়ার প্রধানমন্ত্রীকে বরখাস্ত

শেরপুর ডেস্কঃ তীব্র আন্দোলনের মুখে তিউনিসিয়ার পার্লামেন্ট স্থগিতের ঘোষণা ও প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ।

স্থানীয় সময় রবিবার (২৫ জুলাই) নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট। খবর আলজাজিরার।

তিনি জানান, তিউনিসিয়ার সামাজিক স্থিতিশীলতা-শান্তি ফিরিয়ে আনা, দেশকে রক্ষা করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সহায়তায় কাজ করবেন। দেশে শান্তি-স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চান তিনি।

করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থতা এবং ভঙ্গুর অর্থনীতির জন্য সরকারকে দায়ী করে সম্প্রতি দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। রবিবারও রাজধানী তিউনিসসহ বেশ কিছু শহরে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। তারা সরকারের উদ্দেশে ‘চলে যাও, চলে যাও’ বলে চিৎকার করতে থাকেন এবং পার্লামেন্ট ভেঙে দেয়া ও আগাম নির্বাচনের দাবিতে স্লোগান দেন।

Check Also

৯ কেজি ওজনের পেঁয়াজ, গিনেসে স্বীকৃতির অপেক্ষা

শেরপুর নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু অদ্ভুত জিনিস ভাইরাল হয়, যা দেখে চোখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =

Contact Us