শেরপুর ডেস্কঃ চলতি বছরের শেষের দিকে বাগদান সারবেন। আর আগামী বছরের শেষের দিকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। হবু বর অন্য কেউ নন, তারই চিকিৎসক বন্ধু তথাগত চট্টোপাধ্যায়। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ঋতাভরীর হবু বর ব্যবসায়ী পরিবারের হলেও তিনি পেশায় মনোবিদ। মাস ছয়েক আগে তাদের পরিচয়। দু’জনেই সমাজসেবার সঙ্গে দীর্ঘ দিন ধরে যুক্ত। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই তাদের পরিচয়, ধীরে ধীরে সেই সম্পর্ক গভীর হয়। ঋতাভরী সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলেও তার সম্পর্কের আঁচ কিন্তু সেখানে পাওয়া যায়নি। টলিউড ইন্ডাস্ট্রির খুব কম মানুষই তাদের সম্পর্কের কথা জানেন।
বিয়ের বিষয়ে ঋতাভরীর সঙ্গে যোগাযোগ করা হলে মুখ খুলেননি তিনি। তার ভাষায়—‘ব্যক্তিগত বিষয়ে কিছু বলতে চাই না।’