Home / স্থানীয় খবর / শাহবন্দেগী / শেরপুরে ঈদ উপলক্ষ্যে গ্রামীণ খেলার আয়োজন

শেরপুরে ঈদ উপলক্ষ্যে গ্রামীণ খেলার আয়োজন

শেরপুরনিউজ২৪ডটনেটঃ লকডাউনের শিথিলতার সুযোগ নিয়ে বগুড়ার শেরপুরে ঈদুল আযহা উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে গ্রামীণ খেলার।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল থেকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় করতোয়া নদীর পার্শ্বে এই গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়েছে। এত করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শত শত শিশু-নারী-পুরুষ অংশ নিয়েছে।

দেশের করোনা সংক্রমণ পরিস্থিতিতে বিনোদন ও পর্যটনকেন্দ্র বন্ধ রাখা এবং জনসমাবেশ হয় এমন আয়োজন থেকে বিরত থাকার কথা বলা হলেও এক্ষেত্রে তা মানা হয়নি।

এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, এ ধরনের কোন মেলা বা খেলার আয়োজনের খবর আমার জানা নেই।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইনুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে মেলার আয়োজনের বিষয় আমি জানি না। এ বিষয়ে জেনে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

শেরপুরে ট্রাকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। শনিবার (৩০ …

Leave a Reply

Your email address will not be published.

3 × four =

Contact Us