Home / দেশের খবর / করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ২৩১

করোনায় একদিনে রেকর্ড মৃত্যু ২৩১

শেরপুর ডেস্কঃ দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২৩১ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। তাদের মধ্যে ১৩৬ জন পুরুষ ও ৯৫ জন নারী। এনিয়ে মারা গেছে ১৮ হাজার ১২৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৬২ শতাংশ।

এছাড়া করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৩২১ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১২ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৫৯ শতাংশ। আর মোট শনাক্তের হার ১৫ দশমিক ৩০ শতাংশ।

সোমবার (১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৩৩৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন।

এর আগে রবিবার (১৮ জুলাই) ২২৫ জনের মৃত্যু হয় এবং করোনা শনাক্ত হয় ১১ হাজার ৫৭৮ জনের। গত ১৫ জুলাই দেশে করোনায় ২২৬ জন মারা যান। ১৪ জুলাই ২১০ জন এবং ১৩ জুলাই দেশে করোনায় মারা যান ২০৩ জন ।

Check Also

সারা দেশে অভিযান চালাবে পুলিশ

শেরপুর ডেস্ক: মঙ্গলবার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে, সারা দেশে অভিযান …

Leave a Reply

Your email address will not be published.

4 × 2 =

Contact Us