শেরপুর ডেস্কঃ নতুন অবতারে ধরা দিলেন মধুরিমা বসাক। সৃজিত মুখার্জির আগামী ছবি ‘এক্স ইক্যুয়ালস টু প্রেম’-এর নায়িকা সপ্তাহ শুরুর আগেই নিজেকে তুলে ধরলেন কালো সিক্যুয়েন বিকিনি আর গাঢ় লাল প্যান্টে। রূপসজ্জাও বেশ মানানসই। এমন সাজে ফটোশুটের দৃশ্য নেটমাধ্যমে প্রকাশ করতেই প্রশংসা করতে থাকেন নেটাগরিকরা।
শুক্রবার (১৬ জুলাই) সকালে ইনস্টাগ্রামে উষ্ণ দৃশ্য প্রকাশ করার পর ‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘কিয়া’ বা ‘মোহর’ ধারাবাহিকের ‘শ্রেষ্ঠা’কে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ভক্ত-অনুরাগী আর নেটাগরিকরা। কেননা, প্রকাশ করা ছবিতে এই খলনায়িকাকে দুষ্টুমির পরিবর্তে দেখা গেছে বেশ ‘লাস্য’।
মধুরিমার নতুন ছবিতে তার রূপ দেখে নেটাগরিকরা মন্তব্য করে বলেছেন, আপনার বলিউডে আত্মপ্রকাশ করা উচিত।