শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে গলায় ফাঁস দিয়ে এক ভ্যানচালক আত্মহত্যা করেছে।
রবিবার (১৮ জুলাই) বেলা ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মজিবর রহমান (৫৫) ওই গ্রামের মৃত কাজীমুদ্দিনের ছেলে।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মাদ আলী মুন্টু জানান, তিন সন্তানের জনক ভ্যানচালক মজিবর রহমান দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলো। রবিবার সকালে সে তার শয়নঘরে তীর সাথে রশি পেঁিচয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গলায় ফাঁস দিয়ে নিহতের ঘটনায় থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।