শেরপুরনিউজ২৪ডটনেটঃ শেরপুর সরকারি ডিজে হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আব্দুল হামিদ আর নেই (ইন্নালিল্লাহে..রাজেউন)।
শনিবার (১৭জুলাই) বিকাল ৬টার দিকে শেরপুর শহরের টাউনকলোনী এলাকায় নিজ বাসভভনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলে প্রায় ৮০ বছর। তিনি মৃত্যুকালে তিন ছেলে, এক মেয়ে সহ নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুরনিউজ২৪ডটনেট অনলাইন পত্রিকার সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
উল্লেখ্য, মো. আব্দুল হামিদ ১৯৭৮ সালে শেরপুর ডিজে হাইস্কুলের সহকারি শিক্ষক হিসাবে যোগ দেন। এরপর ১৯৯৩ সালে তিনি প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পান। ২০০৪ সালের ডিসেম্বর মাসে তিনি চাকুরী থেকে অবসর নেন।