শেরপুর ডেস্কঃ করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ বগুড়ার বিভিন্ন শ্রেণি পেশার ২৯৫ জনকে ৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (১২ জুলাই) জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক তাঁর নিজ কার্যালয়ে চেক হস্তান্তর করেন। এছাড়া একই সময়ে ২৬৮ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জি. এম রাশেদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত ও ক্ষতিগ্রস্থ ২৯৫ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে এবং ২৬৮ জনকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। খাদ্য সহায়তার মধ্যে ৮ কেজি চাল, ১ কেজি ডাল, আধা লিটার ভোজ্য তেল, আধা কেজি চিনি, আধা কেজি লবণ ও ১টি মিনি সাবান।
এ সময় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, দৈনিক করতোয়ার বার্তা প্রধান প্রদীপ ভট্টাচার্য শংকর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু উপস্থিত ছিলেন।