শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার ঐতিহ্যবাহী শেরপুর পৌরসভার ২০২১-২২ অর্থ বৎসরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র আলহাজ্ব জানে আলম খোকা।
এসময় বক্তব্য রাখেন প্যানেল মেয়র-১ মো. নাজমুল আলম খোকন, কাউন্সিলর ও সাংবাদিক নিমাই ঘোষন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. শারমিন আক্তার।
স্বাগত বক্তব্য ও বাজেটের মুল অংশ উপস্থাপন করেন পৌরসভার সচিব মো. ইমরোজ মুজিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ সহকারি প্রকৌশলী মো. হুমায়ুন কবির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর শুভ ইমরানের সুস্থতা কামনা ও দেশ জাতির অগ্রগতি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাও. গোলাম রব্বানী।