শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার ৬৩ শতাংশ চাল সংগ্রহ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই শতভাগ সংগ্রহ করা সম্ভব হবে বলে আশাবাদী খাদ্য বিভাগের কর্মকর্তারা।
উপজেলা খাদ্য বিভাগ সুত্রে জানা গেছে, এ মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৫শ মেট্রিক টন সিদ্ধ চাল দেয়ার জন্য ৩৫৭টি চালকল চুক্তি করেছে। এ পর্যন্ত (৬ জুলাই) ৮ হাজার ৫৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। যা লক্ষ্যমাত্রার ৬৩ শতাংশ।
শেরপুর উপজেলার মির্জাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, মির্জাপুর খাদ্যগুদামে ৪হাজার ৩শ টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে। আগামী ১৫ আগষ্ট পর্যন্ত সংগ্রহ অভিযান চলবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম জানান,অভ্যন্তরীন খাদ্য শস্য সংগ্রহ অভিযান সফল করার জন্য চুক্তিবদ্ধ মিল মালিকদের নিকট থেকে বিনির্দেশ মোতাবেক চাল সংগ্রহ করা হচ্ছে। আশাকরি নির্ধারিত সময়ের মধ্যেই এবার লক্ষ্যমাত্রা পুরণ হবে।