শেরপুর ডেস্কঃ বিশ্বের সবচেয়ে ছোট আকৃতির গরু এখন বাংলাদেশে। মাত্র ২০ ইঞ্চি উচ্চতার এই গরু গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে নাম লেখাতে যাচ্ছে। এর নাম রাখা হয়েছে ‘রানি’। শান্ত প্রকৃতি ও সাদা রঙের এই গরুটি দেখতে খামারে লোকজন ভীড় করছে। এর লালন-পালন করা হচ্ছে ঢাকার আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো লিমিটেড নামের একটি খামারে।
খামারের ব্যবস্থাপক তানভীর হাসান বললেন, বছরখানেক আগে নওগাঁ থেকে প্রত্যন্ত গ্রামের এক কৃষকের খামার থেকে ভুটানের বক্সার ভুট্টি জাতের বামন এই গরুটি কেনা হয়।