Home / স্থানীয় খবর / শেরপুরে আরো ৯ জন করোনা পজেটিভ

শেরপুরে আরো ৯ জন করোনা পজেটিভ

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে আরো ৯ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়েছে। এর মধ্যে ৬ জন পুরুষ বাকি ৩ জন নারী।

মঙ্গলবার (৬জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে শেরপুর হাসপাতালের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনান এসব তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭ জনের দেহে করোনা পজেটিভ ধরা পড়ে। এছাড়া রাতে বগুড়ার টিএমএস হাসপাতালেরর রিপোর্টে ২ জনের করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে ৯ জন নতুন করে শনাক্ত হলেন।

তিনি আরো জানান, আক্রান্তদের মাঝে শেরপুর থানার একজন নারী পুলিশ সদস্যও রয়েছে। এছাড়া বাকিদের বাড়ি হাসপাতাল রোড, বারদুয়ারীপাড়া, সাধুবাড়ী ও নলবাড়িয়ায়।

তিনি জানান, এই নয়জনসহ শেরপুর উপজেলায় সর্বমোট ৫৭৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে ৫০৬ জন সুস্থ হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীণ রয়েছেন ৬৭ জন।

Check Also

শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে ৬৬ জন অনুপস্থিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৬৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রবিবার (১৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 6 =

Contact Us